প্রাণঘাতী ক্যান্সার বাসা বেঁধেছে এক নারীর শরীরে। তিনি ১৮ মাস ধরে স্টেজ ৪ ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। এই অবস্থায় তাকে কাজে ফেরার জন্য চাপ দিচ্ছে তার বস। সম্প্রতি ওই ম্যানেজারের ই-মেইল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা করছেন সমালোচনা। ওই পোস্টে দেখা যায়, ক্যান্সারে আক্রান্ত এক নারীকে তার ম্যানেজার দ্বারা কাজে ফিরে যাওয়ার জন্য চাপ দেয়া হচ্ছে।
এক কলেজ ছাত্রী এই ঘটনা সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করেছেন। ইউজার এই পোস্টের সঙ্গে একটি ই-মেইলের স্ক্রিনশট শেয়ার করেছেন। এতে এটি স্পষ্ট ভাবে দেখা যায় যে ম্যানেজার ওই নারীকে তার স্বাস্থ্য সম্পর্কে ডাক্তারের কাছ থেকে একটি ফিটনেস নোট সংগ্রহ করতে বলেছেন। ইউজার ক্যাপশনে লিখেছেন- আমার মার ৫টি জায়গায় স্টেজ ৪ ক্যান্সার হয়েছে এবং তার বস তাকে কাজে ফিরে আসার জন্য চাপ দিচ্ছেন।
ইউজার জানিয়েছেন, তার মা গত ১৮ মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। ওই নারীর শারীরিক অবস্থা উপেক্ষা করে আগামী দিনের জন্য বৈঠকও ডাকা হয়েছে।
পোস্টে একজন মন্তব্য করেছেন, আপনার মায়ের প্রতি আমার অনেক সহানুভূতি রয়েছে। অন্য একজন বলেছেন, তারা যদি আপনার মাকে এই অবস্থায় চাকরিচ্যুত করে, তাহলে আপনি তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন।
ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডে। মহিলাটি একটি দোকানের সুপারভাইজার। ওই মহিলার মেয়ে ছাত্রী এবং পড়াশোনা শেষ করছে। মায়ের ক্যান্সার সংক্রান্ত চিকিৎসা সম্পর্কে তথ্য দিতে গিয়ে সে বলে, তার মা চিকিৎসার জন্য প্রায় ২০০ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার টাকা) ইউরো ভাতা পাচ্ছেন। তা দিয়ে চিকিৎসা চলছে। বর্তমানে ওই নারী আর্থিক সংকটে আছেন। সূত্র: হিন্দুস্থান টাইমস, নিউজ ১৮।
