ঢাকা
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফিলিস্তিনকে আজ স্বীকৃতি দিচ্ছে আয়ারল্যান্ড

আপডেট : ২২ মে ২০২৪, ১০:৪২ এএম

পশ্চিমা বিশ্বের অন্যতম দেশ আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। বুধবার (২২ মে) ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া ও মাল্টা সম্প্রতি ইঙ্গিত দিয়েছে যে, তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায়। ইউরোপের এই দেশগুলোর নেতারা মনে করেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দ্বি–রাষ্ট্রীয় সমাধান অপরিহার্য। 

মঙ্গলবার (২১ মে) সন্ধ্যায় আয়ারল্যান্ড সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আজ বুধবার আইরিশ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কথা বলবেন।

গত মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ায় আরও অগ্রগতি হওয়ার কথা জানায় আয়ারল্যান্ড ও নরওয়ে। এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকও করেন দেশ দুটির প্রধানমন্ত্রী।

এদিকে, মঙ্গলবার (২১ মে) ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে পশ্চিমা বিশ্বের এমন পরিকল্পনাকে উদ্দেশ করে বলেন, ‘ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্রীয় স্বীকৃতি দুদেশের মধ্যে শান্তির পরিবর্তে সন্ত্রাসবাদ এবং সংঘাত আরও বাড়াবে। আপনারা হামাসের হাতের পুতুল হয়ে যাবেন না।  

MB/AST
আরও পড়ুন