ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চিকিৎসা শেষে কাজে ফিরছেন রাজা চার্লস

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৯:২৭ পিএম

ক্যান্সারের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন ব্রিটিশ রাজা চার্লস। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী সপ্তাহ থেকে তিনি নিজের দায়িত্ব পালন শুরু করবেন বলে শুক্রবার বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে। রাজা চার্লসের ক্যানসার ধরা পড়েছিল গত ফেব্রুয়ারিতে। তখন থেকেই তিনি জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত ছিলেন। তবে এবার সুখবর দিলো বাকিংহাম প্যালেস। রাজা চার্লসের চিকিৎসা শেষে পরের সপ্তাহেই জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন শুরু করবেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, আগামী মঙ্গলবার থেকে রাজা চার্লস একটি ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে প্রাথমিকভাবে যাওয়া শুরু করবেন। এছাড়াও তার গ্রীষ্মকালীন পরিকল্পনার মধ্যে একটি রাষ্ট্রীয় সফরও রয়েছে। যেখানে তিনি জাপানের সম্রাটের সঙ্গে দেখা করবেন।

বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র বলেছেন, তার চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে, তবে এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তাতে ডাক্তাররা যথেষ্ট সন্তুষ্ট। তার ক্যান্সারের চিকিৎসা কতদিন স্থায়ী হবে এ বিষয়ে যদিও পরিষ্কার করে কিছু বলেনি ডাক্তাররা। তবে আশা করছেন তিনি সুস্থ হয়ে উঠবেন। সূত্র: বিবিসি নিউজ। 

RY/WA
আরও পড়ুন