ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চীনকে হুঁশিয়ারি দিলেন তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট

আপডেট : ২০ মে ২০২৪, ০৯:১৩ পিএম

তাইওয়ানের ওপর চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মধ্যেই দ্বীপদেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লাই চিং-তে।

শপথ নিয়েই চীনকে হুঁশিয়ারি দিলেন তিনি। তিনি বলেছেন, ‘যুদ্ধের ভীতি থেকে বিশ্বের মুক্তি নিশ্চিত’ করতে তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করতে হবে চীনকে।

সোমবার (২০ মে) নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর উদ্বোধনী ভাষণে ৬৪ বছর বয়সী লাই চিং তে বলেন, “শান্তি অমূল্য, যুদ্ধে কেউ লাভবান হয় না।” তাইওয়ানে ক্রমাগত আগ্রাসনের হুমকি দিয়ে আসা চীনকে তাই তাইওয়ানি গণতন্ত্রকে শ্রদ্ধা করা এবং সংঘাতের পরিবর্তে আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন সেটা মানে না। বরং তাইওয়ানকে তারা নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে, যারা একদিন পুনরায় একত্রিত হবে। এজন্য প্রয়োজনে বলপ্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে চীন।

চীনের হুমকির মুখে পিছু না হটে তাইওয়ান শান্তির পথ অনুসরণ করতে চায় উল্লেখ করে লাই বলেন, চীনের উচিত তাইওয়ানের জনগণের ইচ্ছাকে সম্মান করা। সূত্র: সিএনএন।

NC/WA
আরও পড়ুন