আবারও ভয়ঙ্কর রূপে করোনা, সাতদিনে মৃত্যু ১৭০০

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৯:৫৩ এএম

আবারও ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, এই ভাইরাসে আক্রান্ত হয়ে সাতদিনে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে প্রায় ১৭০০ মানুষের।

শুক্রবার (১২ জুলাই) ডব্লিউএইচওর বরাতে বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ সারা বিশ্বে সাতদিনে প্রায় ১৭০০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। আর এই কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে এই ভাইরাসের বিরুদ্ধে টিকা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।

এ ছাড়া ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের হার হ্রাসের বিষয়েও সতর্কবার্তা দিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে আধানম গেব্রেইয়েসুস বলেছেন, স্বাস্থ্যকর্মী এবং ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে ভ্যাকসিনের কভারেজ হ্রাস পেয়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে তারাও রয়েছেন। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা লোকেদের তাদের শেষ ডোজ নেওয়ার ১২ মাসের মধ্যে আবারও কোভিড-১৯ ভ্যাকসিন নিতে ডব্লিউএইচও সুপারিশ করছে।

একইসঙ্গে ভাইরাস নজরদারি এবং সিকোয়েন্সিং বজায় রাখতে ও সাশ্রয়ী মূল্যে এবং নির্ভরযোগ্য পরীক্ষা, চিকিৎসা এবং সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করার জন্য বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বানও জানিয়েছে ডব্লিউএইচও।

FI
আরও পড়ুন