যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন বা ন্যাটোর তিন দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে। এবারের সম্মেলনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা ইস্যু গুরুত্ব পেয়েছে। সম্মেলনে দেশগুলোর নেতারা তাদের জোটের ঐক্যের ওপর জোর দিয়েছেন এবং ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। এই সম্মেলনের শেষ দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। সংবাদ সম্মেলনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নিজের অবস্থান, নিজের স্বাস্থ্য, গাজায় যুদ্ধবিরতি চুক্তি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা বিষয়ে কথা বলেন বাইডেন।
বক্তব্যের একপর্যায়ে বাইডেন বলেন, ইউক্রেন এই যুদ্ধে জয়ী হবে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাহসিকতার প্রশংসা করেন। প্রেসিডেন্ট জেলেনস্কির দিকে তাকিয়ে বাইডেন বলেন, ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, প্রেসিডেন্ট পুতিন।
অবশ্য পরক্ষণেই নিজেকে শুধরে নেন বাইডেন। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন জেলেনস্কিও। সাবেক এই কৌতুক অভিনেতা সঙ্গে সঙ্গেই বলে ওঠেন, আমি পুতিনের চেয়ে ভালো।
বাইডেনের এই ভুল ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে তার দুর্বল অবস্থানের কথা আবারও মনে করিয়ে দেয়। ওই বিতর্কে বাইডেনের দুর্বল অবস্থানের কারণে ডেমোক্র্যাট ও দেশটির জনগণের অনেকেই তার প্রতি আস্থাহীনতায় ভুগছেন।
তবে ন্যাটো সম্মেলনে অংশ নেওয়া কোনো দেশের নেতাই বাইডেনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় বা তাঁর সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন করেননি।
