দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি

‘উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে এবং রাষ্ট্রবিরোধী উপাদানগুলোকে নির্মূল করার জন্য ইউন সুক ইওল এই আইন জারি করেছেন।’

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৪ পিএম

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে দেশটিতে জরুরি সামরিক আইন জারি করেছেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এর আগে দেশটির টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সামরিক আইন জারি করেন ইউন সুক ইওল।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হুমকি থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে এবং রাষ্ট্রবিরোধী উপাদানগুলোকে নির্মূল করার জন্য ইউন সুক ইওল এই আইন জারি করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট ইউন সুক ইওল সামরিক আইনের মাধ্যমে একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ পুনর্গঠন করবেন বলে আশা ব্যক্ত করেছেন।

 

AS/NC
আরও পড়ুন