ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আসামের রেস্তোরাঁয় প্রকাশ্য গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা

বিজেপি এই নেতা বলেন, আগে মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার ওপর নিষেধাজ্ঞার বিধান ছিল। কিন্তু এখন তাঁরা এই নিষেধাজ্ঞার পরিসর বাড়ল।

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ পিএম

আসামের হোটেল, রেস্তোরাঁয় প্রকাশ্য গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছেন বিজেপি নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বুধবার (৪ ডিসেম্বর) তিনি এই নিষেধাজ্ঞার কথা জানান।

এক সংবাদ সম্মেলনে হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। গরুর মাংস খাওয়াসংক্রান্ত বিদ্যমান আইন সংশোধনে বৈঠকটি করা হয়। আইন সংশোধনের উদ্দেশ্য নতুন বিধান যুক্ত করা হয়েছে।

হিমন্ত বিশ্বশর্মা বলেন, আগেরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসামের কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা যাবে না। কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা প্রকাশ্য স্থানেও গরুর মাংস পরিবেশন করা যাবে না।

বিজেপি এই নেতা বলেন, আগে মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার ওপর নিষেধাজ্ঞার বিধান ছিল। কিন্তু এখন তারা এই নিষেধাজ্ঞার পরিসর বাড়ল। ফলে রাজ্যের কোনো প্রকাশ্য স্থান, হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস খাওয়া যাবে না।

সম্প্রতি রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আসামের মুসলিম-অধ্যুষিত সামাগুড়ির উপনির্বাচনে জয়ী হতে বিজেপি গরুর মাংস বিলিয়েছিল। এমন অভিযোগ করায় রাজ্য কংগ্রেসের কড়া সমালোচনা করেন রাজ্যের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়। কিন্তু আসাম গবাদিপশু সংরক্ষণ আইন (আসাম ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট) ২০২১ অনুযায়ী, হিন্দু, জৈন ও শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরু জবাই ও গরুর মাংস বিক্রি নিষিদ্ধ। সূত্র: দ্য হিন্দু

MB/KK
আরও পড়ুন