ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সিরিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, দক্ষিণের বিদ্রোহীরা দেরা অঞ্চলের ৯০ ভাগের বেশি নিয়ন্ত্রণ করছে। শুধু সানামাইন অঞ্চলটি এখনো সরকারের হাতে রয়েছে।

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ এএম

সিরিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ শহর হামার পুরোপুরি দখল নিয়েছে বিদ্রোহীরা। আট দিন আগে বিদ্রোহীদের শুরু হওয়া হামলার সর্বশেষ বিজয় এটি। বিরোধীদের এই বিজয় আসাদ বাহিনীর জন্য আরেকটি বড় ধাক্কা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

২০১১ সালে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে এই শহর থেকেই বিক্ষোভ শুরু হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেনাবাহিনীর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে বিদ্রোহীরা। এর আওতায় সেনাবাহিনী শহর থেকে সরে যাবে। এ ছাড়া সামরিক কর্মকর্তাদের রাজধানী দামেস্কে নিরাপদে যাওয়ার সুযোগ দেওয়া হবে।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, দক্ষিণের বিদ্রোহীরা দেরা অঞ্চলের ৯০ ভাগের বেশি নিয়ন্ত্রণ করছে। শুধু সানামাইন অঞ্চলটি এখনো সরকারের হাতে রয়েছে।

MB/KK
আরও পড়ুন