‘এক দেশ-এক ভোট’ বিলটি ভারতের লোকসভায় পেশ করা হবে সোমবার। দেশটির কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন কাম মেঘওয়াল বিলটি পেশ করবেন। এরপর আলোচনার জন্য বিলটি জেপিসিতে পাঠানো হবে। কেন্দ্রীয় সরকার বিলটি দীর্ঘ আলোচনা এবং ঐক্যমত তৈরির জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে। খবর এনডিটিভি’র।
গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ‘এক দেশ-এক ভোট’-এর প্রস্তাবে সায় দিয়েছে মোদি মন্ত্রিসভা। এবার শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদে এই সংক্রান্ত বিল পেশ করা হবে। ভারতের সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কমিটি ‘এক দেশ-এক ভোট’ সংক্রান্ত রিপোর্ট অনুমোদন করেছিলেন।
‘এক দেশ-এক ভোট’' নিয়ে এর আগে প্রতিবাদে মুখর হয়েছে কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধী দলগুলো। তাদের যুক্তি ছিল, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়, সংসদ সদস্য এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যেটুকু বৈচিত্রের সম্ভাবনা রয়েছে, বিজেপির আগ্রাসী প্রচারের মুখে তা ভেঙে পড়তে পারে।
ভারতের একেক রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হয় একেক সময়। একসঙ্গে ভোট করাতে হলে কোনো কোনো রাজ্যের ভোট এগিয়ে আনতে হবে। কোনো কোনো রাজ্যের ভোট পিছিয়ে দিতে হবে। যা পদ্ধতিগতভাবে চরম সমস্যার।
