পাকিস্তানে গুলি ছুড়ে নববর্ষ উদযাপন, আহত ৩০ 

একদিন আগেই করাচির পুলিশ প্রধান সতর্ক করেছিলেন, আকাশে গুলি চালালে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হবে। 

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৫:৪৫ পিএম

পাকিস্তানের করাচিতে নববর্ষ উদযাপনের সময় ছোড়া গুলিতে ৩০ জন আহত হয়েছেন। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে করাচিতে গুলির আওয়াজ শুরু হয়। এতে আহত হয় শিশু ও নারীরাও।

আহতদের জিন্না হাসপাতাল এবং আব্বাসি শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম পিটিআই পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। 

এছাড়া অনলাইন জিও নিউজের খররে বলা হয়েছে, নববর্ষ উদযাপনের সময় ফাঁকা গুলি চালিয়ে উল্লাস প্রকাশ করার সময় ওই ঘটনা ঘটেছে। আহতদের বেশির ভাগ লিয়াকতাবাদ, গুলশানে ইকবাল, শাহ ফয়সাল কলোনি এবং ওরাঙ্গি টাউনের বাসিন্দা। 

যদিও একদিন আগেই করাচির পুলিশ প্রধান সতর্ক করেছিলেন, আকাশে গুলি চালালে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হবে। 

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইংরেজি নবর্বষ উদযাপন নিষিদ্ধ করে পাকিস্তান। ২০২২ সালে করাচিতে নববর্ষ উদযাপনের সময় একজন শিশু নিহত হয়েছিল, তখন থেকেই এই দিনটিকে নজরদারিতে রাখে দেশটি। তারপরও বিচ্ছিন্ন উদযাপন ছিল পাকিস্তানে।

নববর্ষ উদযাপনের সময় আইন লঙ্ঘনের অপরাধে এই ঘটনায় অভিযুক্ত ৬৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টিসহ নাশকতার অভিযোগ আনা হয়েছে।

FJ
আরও পড়ুন