সৌদির প্রস্তাব প্রত্যাখান বুরকিনা ফাসোর

আপডেট : ২২ মার্চ ২০২৫, ১১:৫১ এএম

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ২০০ মসজিদ তৈরি করে দিতে চেয়েছিল সৌদি আরব। তবে সেই প্রস্তাবে রাজি হননি দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে। প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন, এই মুহূর্তে মসজিদ নয়, স্কুল ও হাসপাতালের মতো স্থাপনা তাদের বেশি প্রয়োজন।

শুক্রবার (২১ মার্চ) দেশটির সংবাদমাধ্যম ইস্ট নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে বলেছেন, ‘আমরা সৌদি আরবকে অনুরোধ করবো আমাদের জনগণের জন্য আরও গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে যেন বিনিয়োগ করে। যেমন স্কুল, হাসপাতাল কিংবা অন্যান্য অবকাঠামো।’

তিনি আরও বলেন, ইতোমধ্যে বুরকিনা ফাসোতে অনেক মসজিদ রয়েছে। অনেক মসজিদে মানুষও হয় না। তাই এখন এমন স্থাপনা দরকার যা দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে।

তার প্রশাসন কিছু সংস্কারে হাত দিয়েছে। পাবলিক কনস্ট্রাকশন থেকে শুরু করে সবধরনের ব্যবস্থাপনা ও সরবরাহ প্রেসিডেন্ট নিজে প্রত্যক্ষ করছেন। এছাড়া আবাসন সংকট নিয়েও কাজ করছেন তিনি। গত বছর এক হাজার সোশ্যাল হাউজিং ইউনিট গড়ে তোলার ঘোষণা দেন তিনি। 

JA/KK
আরও পড়ুন