ইসরায়েলের বিভিন্ন জায়গায় হঠাৎ সৃষ্টি হয়েছে তীব্র দাবানলের। ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণেই এই দাবানল সৃষ্টি হয়। এতে এরইমধ্যে ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। দাবানলে ইসরায়েলে প্রায় ২৫০০ একর জমি পুড়ে গেছে। যদিও তার আগে কেকেএল-জেএনএফ অনুমান করেছিল, এই সংখ্যা ১৭০০ একর হতে পারে।
ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, প্রায় ২০ ঘণ্টা পর বেইত শেমেশের কাছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা।

পরিস্থিতি মূল্যায়নের পর স্থানীয় অগ্নিনির্বাপণ-বিষয়ক কমিশনার ইয়াল ক্যাসপি বলেছেন, ‘দাবানল নিয়ন্ত্রণে আছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে এটি শেষ বা পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।’
পরিষেবাটির এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিনির্বাপক বিমানের সহায়তায় ১০০টিরও বেশি দল বাকি পাঁচটি স্থানে (২০ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলা) আগুন নেভানোর জন্য কাজ করছে। ক্ষতিগ্রস্ত সব সম্প্রদায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং সকল রাস্তা পুনরায় খুলে দেওয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) রাতে মধ্য ইসরায়েলের মোশাভ তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরের ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জানা যায়, বেইত শেমেশ এলাকায় আগুনের কারণে এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা (রুট ৩৮) বন্ধ করে দিয়েছে।
ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, এ আগুনে ৯ জন সামান্য আহত হয়েছেন, যার মধ্যে সাতজন দমকলকর্মী এবং দু’জন বেসামরিক ব্যক্তি রয়েছেন।
