নিজেদের আকাশসীমায় ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধ করছে জর্ডান। এরই প্রেক্ষিতে ইরানে ইসরাইলের হামলা এবং তেল আবিবে তেহরানের পাল্টাপাল্টি হামলায় শুক্রবার (১২ জুন) বিমান চলাচল সাময়িক স্থগিত করে দিয়েছিল জর্ডান। এর একদিন পর আকাশসীমা পুনরায় চালু করেছে দেশটি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জর্ডানের বেসামরিক বিমান চলাচল কমিশন জানিয়েছে, শনিবার (১৪ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে দেশটির আকাশপথ পুনরায় খুলে দেওয়া হয়েছে।
ইসরাইল-ইরান উত্তেজনার জেরে কমিশন ফ্লাইট স্থগিত করার একদিন পর এই পদক্ষেপ নেওয়া হলো।
এর আগে, জর্ডানের সরকারি মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি বলেছিলেন, তার দেশ কাউকে আকাশপথ লঙ্ঘন করতে দেবে না। জর্ডানের আকাশ কোনো সংঘাতের যুদ্ধক্ষেত্র হবে না।
শুক্রবার ভোররাতে ২০০ যুদ্ধবিমান দিয়ে ইরানের প্রায় ১০০ স্থানে হামলা করেছে ইসরাইল। এতে ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধানসহ ছয়জন পরমাণু বিজ্ঞানী ও অর্ধশতাধিকের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল স্থাপনাগুলো, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। পরবর্তীতে শুক্রবার বিভিন্ন সময় নতুন করে আরও কিছু হামলা চালায় ইসরাইল।
ইরান এর জবাবে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ নামে ইসরাইলে প্রায় ১০০ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বহু স্থাপনার পাশাপাশি ইসরাইলের বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
বর্তমান সংকটময় পরিস্থিতিতে ইরানি হাজিদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। নেতানিয়াহু-পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ, মধ্যস্থতার প্রস্তাব পুতিনের ইরানে ইসরাইলে হামলার পর উত্তেজনা কমাতে দুই দেশকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইরানের সঙ্গে সামরিক সংঘাতের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইরানে ‘অপারেশন রাইজিং লায়ন’ সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি।
ইরানের অপারেশ ‘ট্রু প্রমিজ থ্রি’ শুরু, ইসরায়েলকে বাঁচাবে কে