ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আগ্রাসন বন্ধ হলে ইরান কূটনৈতিক আলোচনায় প্রস্তুত

আপডেট : ২১ জুন ২০২৫, ০১:৪৪ এএম

ইরানে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে কূটনৈতিক আলোচনার পথে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শুক্রবার (২০ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপের একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি।

বৈঠকে জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান অংশ নেন।

আব্বাস আরাঘচি সাংবাদিকদের বলেন, ‌‘আগ্রাসন বন্ধ হলে আবারও কূটনৈতিক আলোচনার পথে ফিরতে প্রস্তুত ইরান। তবে এই আগ্রাসনের জন্য দখলদারদের জবাবদিহি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। এর ওপর আক্রমণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরান আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ অব্যাহত রাখবে।’

আরাঘচি বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আলোচনা করা যাবে না।’

সূত্র: আল জাজিরা

MMS
আরও পড়ুন