ইরাকের একটি পানি পরিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬০০ জনেরও বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। গ্যাসের তীব্রতায় শ্বাসকষ্টে ভোগা ওই তীর্থযাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১০ আগস্ট) ইরাকি কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার রাতে ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় শিয়া অধ্যুষিত শহর নাজাফ ও কারবালার মধ্যবর্তী এক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। চলতি বছর লাখ লাখ শিয়া তীর্থযাত্রীর কারবালায় যাওয়ার কথা রয়েছে। পবিত্র কারবালায় অবস্থিত ইমাম হোসেন ও তার ভাই আব্বাসের মাজার রয়েছে। তীর্থযাত্রীরা সেখানে ৪০ দিনের শোক পালনের উদ্দেশে যান। তারা ইমাম হোসেনের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে প্রত্যেক বছর সেখানে যান।
ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কারবালায় ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬২১ জনের শ্বাস কষ্টে ভোগার তথ্য নথিভুক্ত করা হয়েছে। সবাই প্রয়োজনীয় চিকিৎসা পেয়েছেন এবং সুস্থ অবস্থায় হাসপাতাল ছেড়েছেন।
সূত্র: এএফপি।
