ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইসরায়েলি এমপি সিমচা রথম্যানের ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৮:৩৩ পিএম

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা ও উসকানিমূলক বক্তব্যের কারণে কট্টর ইহুদিবাদী ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। সোমবার (১৮ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারের সদস্য রথম্যান ইসরায়েলি সংসদের বিচারবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং রিলিজিয়াস জায়োনিজম পার্টির নেতা। তিনি অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার দাবিতে সরব এবং বরাবরই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছেন।

স্থানীয় একটি রক্ষণশীল ইহুদি সংগঠনের আমন্ত্রণে চলতি মাসে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন সফরের কথা ছিল তার। তবে সফরের আগেই তার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া সরকার।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এক বিবৃতিতে বলেন, যারা ঘৃণা ও বিভেদের বার্তা নিয়ে অস্ট্রেলিয়ায় আসতে চান, তাদের এখানে স্বাগত জানানো হবে না। অস্ট্রেলিয়া এমন একটি দেশ, যেখানে সবাই নিরাপদে ও মর্যাদার সঙ্গে বসবাস করবেন।

রথম্যান ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি যা বলেছি, সেটাই ইসরায়েলের বিশাল জনগোষ্ঠীর অবস্থান। এই সিদ্ধান্ত মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থি।

অস্ট্রেলিয়া সরকার সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এই সিদ্ধান্তকে হামাস ও সন্ত্রাসবাদের জন্য পুরস্কার হিসেবে আখ্যায়িত করেন রথম্যান।

এর আগে, গত জুনে পশ্চিম তীরে সহিংসতায় উসকানির অভিযোগে রথম্যানের দলের দুই শীর্ষ নেতা বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গভিরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ চারটি দেশ।

রথমম্যানের ভিসা বাতিলকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অস্ট্রেলিয়ার ফিলিস্তিনপন্থী নীতির বাস্তব প্রতিফলন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

DR/FJ
আরও পড়ুন