ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দুর্নীতিবিরোধী আন্দোলনে উত্তাল ফিলিপাইন, রাস্তায় জেন-জিরা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম

বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার পর এবার দুর্নীতিবিরোধী আন্দোলনে ফুঁসে উঠেছে ফিলিপাইনের তরুণ প্রজন্ম। যারা বিশ্বব্যাপী পরিচিত জেন-জি নামে। রাজধানী ম্যানিলায় হাজারো তরুণের অংশগ্রহণে সরকারবিরোধী বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজপথ। বিশাল অঙ্কের দুর্নীতির অভিযোগই এই ক্ষোভের মূল উৎস।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০২২ সাল থেকে ফিলিপাইন সরকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে খরচ করেছে প্রায় ৯৫০ কোটি মার্কিন ডলার। কিন্তু বর্ষার মৌসুমে রাজধানীসহ বিভিন্ন শহরে পানিবন্দি হয়ে পড়েছে মানুষ। অভিযোগ উঠেছে এই প্রকল্পে হয়েছে বেপরোয়া দুর্নীতি ও অনিয়ম। সরকারের এই ব্যর্থতায় রাস্তায় নেমে এসেছে তরুণ প্রজন্ম।

রোববার (২১ সেপ্টেম্বর) হাজারো বিক্ষোভকারী প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সমাবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে, পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও ফ্ল্যাশব্যাং ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে আহত হয়েছেন অনেকে, গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকজন।

আন্দোলনে অংশ নেওয়া অনেকেই মুখে মাস্ক পরে ছিলেন, কেউ কেউ আবার জাপানি মাঙ্গা ‘ওয়ান পিস’ এর পতাকা উড়িয়েছেন। এ প্রতীকটি এর আগে ইন্দোনেশিয়ার দুর্নীতিবিরোধী আন্দোলনেও দেখা গিয়েছিল। সমাজতাত্ত্বিকদের মতে, এই ধরনের কালচারাল প্রতীক জেন-জিদের মধ্যে নতুন ধরনের প্রতীকী ভাষা ও বিপ্লবী চেতনা তৈরি করছে।

বিক্ষোভটি এমন এক সময়ে হয়েছে, যখন সাবেক একনায়ক ফের্দিনান্দ মার্কোস সিনিয়রের সেনাশাসন জারির বার্ষিকী পালিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি অনেকটাই মিল রয়েছে সেই সময়ের সঙ্গে যখন দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে পথে নেমেছিল জনগণ।

উগ্র বিক্ষোভের পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে হয়েছে শান্তিপূর্ণ সমাবেশ। হাজার হাজার মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলেছেন, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা দাবি করেছেন।

ফিলিপাইনের এই আন্দোলন এশিয়ার তরুণ সমাজে ক্রমবর্ধমান দুর্নীতিবিরোধী জাগরণের ধারাবাহিকতা। সরকারি ব্যর্থতা, আর্থিক অনিয়ম ও রাজনৈতিক স্বেচ্ছাচারের বিরুদ্ধে জেন-জিরা এখন শুধু সামাজিক মাধ্যমে নয়, রাজপথেও নিজেদের অবস্থান জানান দিচ্ছে।

NB
আরও পড়ুন