ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি’ ভারতীয় সেনাপ্রধানের

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পিএম

পাকিস্তান যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাকে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ে একটি সেনা পোস্টে গিয়ে এ মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

পাকিস্তানকে হুমকি দিয়ে নিজ সেনাদের উদ্দেশে উপেন্দ্র দ্বিবেদী বলেন, যদি ঈশ্বর চান, আপনারা শীঘ্রই একটি সুযোগ পাবেন। শুভ কামনা রইলো।

তিনি বলেন, 'আমরা অপারেশন সিঁদুর ১.০-তে যে সংযম বজায় রেখেছিলাম এবার তা রাখব না... এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কি না।' 

সাম্প্রতি ভারতের বিমানবাহিনী প্রধান এপি সিংয়ের মন্তব্যের পরই এমন হুঁশিয়ারি এলো সেনাপ্রধানের। এপি সিং দাবি করেছিলেন, মে মাসে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বাহিনী মার্কিন এফ-১৬ এবং চীনা জেএফ-১৭ সহ ৪ থেকে ৫টি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপতিত করেছিল। 

জেনারেল দ্বিবেদী জানান, অপারেশন সিঁদুরের লক্ষ্য ছিল জঙ্গি আস্তানা, প্রশিক্ষণ কেন্দ্র এবং তাদের মাস্টারমাইন্ডদের নির্মূল করা। ওই অভিযানে ‘কোনো নিরীহ মানুষের ক্ষতি করা হবে না এবং কোনো সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হবে না’  বলে ভারত অঙ্গীকারবদ্ধ ছিল।  

একইসঙ্গে তিনি দাবি করেন, পাকিস্তানের ধ্বংস হওয়া জঙ্গি আস্তানাগুলোর প্রমাণ বিশ্বের কাছে পেশ করেছিল ভারত, যা না করলে সত্য লুকিয়ে ফেলত পাকিস্তান।

এদিকে গত এপ্রিল-মে মাসে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র এক হামলার পর বড় ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। সেই পরিস্থিতিতে মার্কিন চাপের মুখেক ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। সূত্র: এনডিটিভি 

LH/FJ
আরও পড়ুন