৫ ঘণ্টা বন্ধ থাকার পর আকাশপথ খুলে দিলো ইরান

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর নিজেদের আকাশপথ পুনরায় উড্ডয়নের জন্য উন্মুক্ত করে দিয়েছে ইরান।

বুধবার (১৪ জানুয়ারি) এই সাময়িক নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে অসংখ্য আন্তর্জাতিক ফ্লাইটের সূচি বিপর্যয়, বাতিল এবং পথ পরিবর্তনের ঘটনা ঘটে। 

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ অনুযায়ী, বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে ইরান সব ধরনের ফ্লাইটের জন্য তাদের আকাশপথ বন্ধ ঘোষণা করে।

তবে অনুমোদিত কিছু আন্তর্জাতিক আগমন ও প্রস্থানকারী ফ্লাইটকে সীমিত পরিসরে চলাচলের সুযোগ দেওয়া হয়েছিল। প্রায় পাঁচ ঘণ্টা টানটান উত্তেজনার পর রাত ১০টার কিছু আগে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ‘ফ্লাইটরাডার২৪’।

ফ্লাইটরাডার২৪ জানায়, এক সপ্তাহ আগেও যে সময়ে ইরানের আকাশে একই সঙ্গে কয়েক ডজন বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল করছিল, হঠাৎ আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় সেখানে বড় ধরনের শূন্যতা তৈরি হয়। এতে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য হয়ে চলাচলকারী বৈশ্বিক এয়ারলাইনসগুলোর সূচিতে বড় ধরনের ব্যাঘাত ঘটে।

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া বিবেচনা করছেন। উল্লেখ্য, ইরান বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম বড় অভ্যন্তরীণ সরকারবিরোধী বিক্ষোভ মোকাবিলা করছে।

একজন পশ্চিমা সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, পরিস্থিতি পর্যালোচনা করে মনে হচ্ছিল যুক্তরাষ্ট্রের হামলা হয়তো আসন্ন। তবে তিনি এও উল্লেখ করেন যে, প্রতিপক্ষকে সবসময় অনিশ্চয়তার মধ্যে রাখা ডোনাল্ড ট্রাম্পের একটি পরিচিত কৌশল। মূলত হামলা হওয়ার আগের চরম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই ইরান তাদের আকাশপথ বন্ধ করেছিল বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: খবর জিও নিউজ ও রয়টার্সের

DR
আরও পড়ুন