৩ মুসলিম দেশে মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম

ওয়াশিংটন ইরানে কোনো ধরনের সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও তুরস্কে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে দেশটি।

বুধবার (১৪ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানের বিক্ষোভকারীদের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের হুমকির পরই এ

ন, তারা ওই অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলোকে অনুরোধ করেছেন যেন তারা ওয়াশিংটনকে হামলা থেকে বিরত রাখে। অন্যথায় এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো হামলার শিকার হবে এই বার্তা পরিষ্কারভাবে দেওয়া হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার ৬০০ জনে পৌঁছেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করলে যুক্তরাষ্ট্র ‘খুব কঠোর পদক্ষেপ’ নেবে। একই সঙ্গে তিনি ইরানিদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানান এবং সহায়তার আশ্বাস দেন।

এদিকে, চরম উত্তেজনার কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে চলমান প্রত্যক্ষ যোগাযোগ আপাতত স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইরান তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। এর আগে গত বছর পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেহরান।

DR/SN
আরও পড়ুন