ফিলিস্তিন যোদ্ধাদের হাতে বন্দি থাকা জিম্মিদের মুক্তির দাবিতে নেতানিয়াহু সরকারের ওপর চাপ প্রয়োগে আবারও বিক্ষোভ করছেন ইসরায়েলের সাধারণ মানুষ। এ সময় বিক্ষোভকারীরা মন্ত্রিদের বাড়িঘর ভাঙচুর এবং রাস্তাঘাট বন্ধ করে দেয়।
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৬টা ২৯ মিনিটের দিকে বিক্ষোভকারীরা রাস্তায় নামে।
বিক্ষোভকারীরারা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এতে তেল আবিব ও জেরুজালেমের অনেক সড়কে গাড়ি চলাচলা বন্ধ হয়ে যায়।
এ সময় বিক্ষোভকারীদের কয়েকটি দল পোস্টার হাতে নিয়ে কয়েকজন মন্ত্রী ও এমপিদের বাড়ি সামনে গিয়ে ব্যর্থ ব্যর্থ বলে চিৎকার করেন।
সম্প্রতি যুদ্ধ বিরতির একটি প্রস্তাব আশার আলো দেখালেও উভয় পক্ষের সহযোগিতার অভাবে চুক্তিটি বাস্তবায়িত হচ্ছে না।
এদিকে গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে অধিকাংশ নারী ও পুরুষ।
