হুতি নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম ইয়েমেনে আফ্রিকান অভিবাসীদের আটক রাখার একটি কারাগারে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) হুতি পরিচালিত আল-মাসিরাহ টিভি এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
ওই কেন্দ্রে প্রায় শ খানেক মানুষকে আটকে রাখা হয়েছিল। তারা ইথিওপিয়া ও পার্শ্ববর্তী আফ্রিকান দেশ থেকে কাজের খোঁজে ইয়েমেন হয়ে সৌদি আরবে প্রবেশ করতে চেয়েছিল।
আল মাসিরাহ আরো জানিয়েছে, সা’দা প্রদেশে যুক্তরাষ্ট্রের সর্বশেষ এই হামলায় ৪৭ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। তারা একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপে একাধিক মরদেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে এমন গ্রাফিক ফুটেজ পোস্ট করেছে।
মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
অভিযোগ রয়েছে, হুথি বিদ্রোহীরা অভিবাসীদের সীমান্ত পার করিয়ে আনার মাধ্যমে বড় অঙ্কের অর্থ উপার্জন করে থাকে। তবে এই পথ পাড়ি দিতে গিয়ে অভিবাসীরা দীর্ঘদিনের সংঘাত, আটক এবং নির্যাতনের ঝুঁকি বহন করেন।
মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সর্বশেষ হামলাগুলোর বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও স্বীকার করেছে, মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে আট শতাধিক লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে। হুথি সূত্রমতে, চলমান অভিযানে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি নিহত হয়েছে।
মার্চের মাঝামাঝি শুরু হওয়া অভিযানে প্রায় প্রতিদিনই বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। তবে বেসামরিক হতাহতের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
