ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইরানের পরমাণুকেন্দ্রে হামলা নিয়ে জরুরি বৈঠক ডেকেছে আইএইএ

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৫:০৮ পিএম

ইসরায়েলের সামরিক হামলার পরিণতি নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক পরমাণু শক্তি (আইএইএ) সংস্থার পরিচালনা পরিষদ জরুরি অধিবেশনের ডাক দিয়েছে।

সোমবার (১৬ জুন) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএ এর সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইরান এই বৈঠকের অনুরোধ জানিয়েছিল। পরে রাশিয়া, চীন ও ভেনেজুয়েলা এতে সমর্থন দেয়।

শুরুতে ইরান সাপ্তাহিক ছুটির দিনে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে একটি প্রস্তাব পেশ করতে চেয়েছিল। কিন্তু কূটনৈতিক সূত্রগুলো বলছে, ওই প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাবে না। ফলে ইরান একটি সাধারণ বিবৃতি সামনে আনবে, যাতে ইসরায়েলের কার্যকলাপের নিন্দা অন্তর্ভুক্ত থাকবে।

এই জরুরি বৈঠক হচ্ছে এমন এক সময়ে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এর মধ্যে ইরানের নাতাঞ্জ ও ফোর্দোতে পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে ইসরায়েল।

নন প্রোলিফেরাশন চুক্তির (এনপিটি) অধীনে পারমাণবিক উদ্বেগ মোকাবিলায় সামরিক পদক্ষেপ কখনো গ্রহণযোগ্য উপায় নয়।

ইরান জোর দিচ্ছে, আন্তর্জাতিক মহল ও আইএইএ'র পরিচালনা পরিষদ যেন এই হামলার নিন্দা করে।
তবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের আনুষ্ঠানিক নিন্দা পাশ হওয়ার সম্ভাবনা কম।

সূত্র : বিবিসি।

Raj/AHA
আরও পড়ুন