ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানায়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, নতুন হামলায় ইরান অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। যেগুলো ভূপাতিতের চেষ্টা করা হবে।
ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়েছে আইডিএফ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সেখানেই থাকতে বলা হয়েছে।
ইসরায়েলি জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এ হামলায় তারা কোনও হতাহতের খবর পাননি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জনবহুল এলাকায় কোনো আঘাত বা আহতের তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। সূত্র: টাইমস অব ইসরায়েল, আল-জাজিরা
ইসরায়েলে ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি 