ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই রোববার (২২ জুন) ইরানের ফোর্দো, নাতাঞ্জ আর ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ার অঙ্গীকার করেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দেশটির পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের ‘গুরুতর ও নজিরবিহীন লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি এই ‘আগ্রাসনের’ বিরুদ্ধে লড়াইয়ের পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে রোববার এক পৃথক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগ্রাসী শক্তিগুলোর ‘প্রতিশোধ থেকে পালানোর ক্ষমতা নেই’।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের বোমা হামলা চলতে থাকলে এর জবাবে ‘আরো ভয়াবহ’ প্রতিশোধ নেওয়া হবে।
তিনি স্পষ্ট জানিয়েছেন, ইসলামিক প্রজাতন্ত্র কোনো অবস্থাতেই তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না।
ইসরায়েলও পাল্টা হুমকি দিয়ে জানিয়েছে, তাদের অভিযানে আরো তিন ইরানি কমান্ডার নিহত হয়েছেন।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সারের দাবি, তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির যে ‘কথিত’ অগ্রগতি ছিল, তা দুই বছর পিছিয়ে গেছে। জার্মান পত্রিকা বিল্ডকে সার বলেছেন, ‘আমরা আমাদের সাধ্যমতো সব কিছু করব, যাতে এই হুমকি দূর হয়।’ ইসরায়েল হামলা চালিয়ে যাবে বলেও জানান তিনি।
ইসরায়েলের দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। গতকাল ইসরায়েল জানিয়েছে, তারা দ্বিতীয়বারের মতো ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। এতে একটি সেন্ট্রিফিউজ তৈরির কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা জানিয়েছে।
এদিকে পরমাণু কর্মসূচি বন্ধ করবে না বলে জানিয়েছে ইরান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক টেলিফোন আলাপে পেজেশকিয়ান বলেন, ইরান ‘শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের ক্ষেত্রে আস্থা তৈরি করতে আলোচনা ও সহযোগিতা করতে প্রস্তুত।
তবে আমরা কোনো অবস্থাতেই পারমাণবিক কার্যক্রম শূন্যে নামিয়ে আনতে রাজি নই।’ ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ইহুদিবাদী শাসনের ক্রমাগত আগ্রাসনের জবাব আরো ভয়াবহ হবে।’
সূত্র : এএফপি
ইসরায়েলের কাছে কত পারমাণবিক বোমা রয়েছে
ইরানের পারমাণবিক কেন্দ্র কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে জানে না যুক্তরাষ্ট্র
ইরানে আটকে পড়া বিদেশিদের ট্রানজিট ভিসা দিচ্ছে কুয়েত