‘আপনি যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ করবো আমরা’

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৩:৩৫ পিএম

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে এবার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি। সোমবার (২৩ জুন) তিনি বলেন, ‘আমেরিকানরা যখনই অপরাধ করেছে, তখনই কঠোর জবাব পেয়েছে। এবারও ব্যতিক্রম হবে না।’

জোলফাগারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বলেন, ‘মিস্টার ট্রাম্প, জুয়াড়ি! যুদ্ধ শুরু করতে পারেন আপনি, কিন্তু শেষ করবো আমরা!’

এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের ময়দানে নেমেছে এবং ইরানের ‘পবিত্র মাটি’ অপবিত্র করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে এবার ‘চরম, অনুতাপজনক ও অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে। শক্তিশালী ও নিশানাভেদী অভিযানের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার থেকেও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুর পরিধি আরও বিস্তৃত করেছে।

RF