ইসরায়েলি হামলায় ইরানি বিজ্ঞানী নিহত

আপডেট : ২৪ জুন ২০২৫, ১০:২১ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) ভোরের দিকে হামলা চালিয়েছে ইসরায়েল। 

ইরানের প্রেস টিভির খবর অনুসারে, তেহরানে ইসরায়েলি হামলায় পারমাণবিক বিজ্ঞানী সেদিঘি সাবের নিহত হয়েছেন। 

সংবাদমাধ্যটি জানিয়েছে, সাবেরের ওপর হামলাটি ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে ফেরদৌসি ও ভালি আসরের প্রধান রাস্তার কাছে করা হয়েছিল।

এদিকে, ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় মঙ্গলবার (২৪ জুন) সকাল ইসরায়েলজুড়ে তিন দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের বিয়ারশেবা শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনজন নিহত হয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, ‘তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।’

RF
আরও পড়ুন