ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইসরায়েল একা পেরে না উঠেই যুক্তরাষ্ট্রকে ডেকেছে: খামেনি

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১০:৩১ এএম

ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সায়্যিদ আলী খামেনি বুধবার (১৬ জুলাই) ইমাম খোমেইনি (রহ.) হুসাইনিয়ায় বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেইসহ শীর্ষ বিচার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসন ও জাতীয় ঐক্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। খবর: মেহের নিউজ।

আয়াতুল্লাহ খামেনি বলেন, সাম্প্রতিক আগ্রাসনের সময় দেশটির ভিন্নমতাবলম্বী রাজনৈতিক শ্রেণিও ইরানের পক্ষে একত্রিত হয়েছে। এই জাতীয় ঐক্যই আমাদের বড় শক্তি।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরানের বিরুদ্ধে ১২ দিনের আগ্রাসনে আমেরিকা ছিল ইসরায়েলের অপরাধের সহযোগী। এই আগ্রাসনের জন্য দোষীদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

‘ইরানের সঙ্গে যুদ্ধে অপমানজনক পরাজয় হয়েছে ইসরায়েলের’ ‘ইরানের সঙ্গে যুদ্ধে অপমানজনক পরাজয় হয়েছে ইসরায়েলের’

খামেনি জানান, আগ্রাসন শুরুর পরপরই ইসরায়েল বুঝে যায়, তারা একা ইরানের মুখোমুখি হতে পারবে না। তাই তারা তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সহায়তা চায়।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহ তাআলা ইরানি জাতিকে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। কিন্তু তা অর্জনের জন্য জাতীয় ঐক্য ও অটুট ইচ্ছাশক্তি ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ।

খামেনি আরও বলেন, কোনো যুদ্ধক্ষেত্রে ইরানি জাতি কখনো দুর্বল পক্ষ হিসেবে হাজির হবে না। আমাদের কাছে যুক্তি আছে, শক্তি আছে, এবং সব প্রয়োজনীয়  উপকরণ রয়েছে।

তিনি বলেন, আল্লাহর ইচ্ছায়, আমরা কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই শক্ত অবস্থানে প্রবেশ করব।

বিচার বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের উচিত জনগণের প্রতি আন্তরিকতা নিয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।

RF/AHA
আরও পড়ুন