ঢাকা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইসরায়েলি হামলায় আরও ৭৮ ফিলিস্তিনি নিহত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ এএম

গাজা সিটি দখলের লক্ষ্য সামনে রেখে আরও ভয়াবহ হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনীর অভিযান। গেলো ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৭৮ ফিলিস্তিনি।

সোমবার (১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে অধিকাংশই শিশু।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গাজা সিটির আল-সাবরাসহ আশপাশের এলাকায় অভিযানের মাত্রা ব্যাপকভাবে বাড়িয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ধ্বংস করা হচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাবু। গোলাবর্ষণে পুড়ে যাচ্ছে ঘরবাড়ি ও ত্রাণকেন্দ্র।

ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলার কারণে আল-কুদস হাসপাতালের আশপাশে আগুন ধরে যায় কয়েকটি অস্থায়ী তাবুতে। এতে নিহত হয়েছেন অন্তত ৫ জন এবং গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

একইসঙ্গে, গাজা সিটি থেকে কমপক্ষে ১০ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদের পরিকল্পনায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে কয়েক লক্ষাধিক মানুষ। মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে গাজা উপত্যকা।

বিশ্লেষকরা বলছেন, গাজা সিটি নিয়ন্ত্রণে নিতে গিয়ে ইসরায়েলের এই আগ্রাসন আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল। তবে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া এখনও বেশ দুর্বল বলে অভিযোগ উঠেছে।

DR/AHA
আরও পড়ুন