গাজায় সহায়তা নিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌ-অভিযান গ্লোবাল সমুদ ফ্লোটিলার সব জাহাজ আটক হলেও ‘মারিনেট’ এখনো গাজার পথে রয়েছে। পোল্যান্ডের পতাকাবাহী এ নৌযানটি এখন আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে এবং গাজার উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে রয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ফ্লোটিলার আয়োজকরা জানান, মোট দুই ডজন নৌযানের মধ্যে 'মারিনেট' ছাড়া বাকি সব ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হয়েছে। মারিনেটে ছয়জন যাত্রী রয়েছেন এবং এটি ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। কিছুদিন আগে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও তা মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
নৌযানটি এখনো স্টারলিংক স্যাটেলাইট সংযোগের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং বৃহস্পতিবার রাত ১২টা (জিএমটি) পর্যন্ত সরাসরি সম্প্রচারও চালু ছিল।
ইসরায়েল প্রথম থেকেই এই ফ্লোটিলা থামানোর ঘোষণা দিয়েছিল। তাদের দাবি, এসব নৌযান বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার সুযোগ নেই।
এ ঘটনার প্রতিবাদে গ্রিসসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে। গাজায় ইসরায়েলি হামলায় ব্যাপক প্রাণহানির প্রেক্ষাপটে এই বিক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে। সূত্র: আল জাজিরা
ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, বিক্ষোভে ফেটে পড়ছে বিশ্ব
গাজামুখী ফ্লোটিলায় বাংলাদেশি বংশোদ্ভূত রুহি লোরেন