বড়দিন উপলক্ষ্যে দেশবাসীকে দেওয়া এক বিশেষ বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি নাম উল্লেখ না করলেও বার্তায় তিনি পুতিনের ‘মৃত্যু’ বা ‘ধ্বংস’ কামনা করেছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় জেলেনস্কি বলেন, ‘রাশিয়া আমাদের ওপর সীমাহীন দুর্ভোগ চাপিয়ে দিলেও তারা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিসটি কেড়ে নিতে পারেনি। তারা আমাদের মনকে পদানত করতে পারেনি, পারেনি একে অপরের প্রতি বিশ্বাস ও ঐক্য নষ্ট করতে।’
পুতিনের দিকে ইঙ্গিত করে জেলেনস্কি আরও বলেন, ‘আজ আমরা সবাই একটি অভিন্ন স্বপ্ন দেখি। সবার জন্য আমাদের একটাই প্রত্যাশা- ‘তার ধ্বংস (মৃত্যু) হোক’।’
প্রতিবেদনে বলা হয়েছে, বড়দিনের আগের সন্ধ্যায় ইউক্রেনের বিভিন্ন জনপদে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। হামলায় কিনঝাল ও ব্যালিস্টিক মিসাইলসহ শত শত ‘শহীদ ড্রোন’ ব্যবহার করা হয়েছে। রুশ এই হামলায় অন্তত ৩ জন নিহত হওয়ার পাশাপাশি ইউক্রেনের বড় একটি অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বড়দিনের মতো ধর্মীয় উৎসবের আগে রাশিয়ার এই বর্বর হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেন, ‘বড়দিনের সন্ধ্যায় রাশিয়া আবারও দেখিয়েছে তারা আসলে কারা। ধর্মহীনরা এভাবেই আঘাত হানে।’
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা দখল করে নিয়েছে রুশ সেনারা।
তানজানিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
বঙ্গোপসাগরে ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা