ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে ১৫ আইএস সদস্য নিহত

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১২:২৭ পিএম

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে জঙ্গি সংগঠন আইএসের ১৫ সদস্য নিহত হয়েছেন। এ যৌথ অভিযানে ৭ জন মার্কিন সেনা আহত হয়েছেন। শুক্রবার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, ‘গত বৃহস্পতিবার সকালে আইএসের নেতাদের লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়। অভিযানে ১৫ জন নিহত হয়েছেন। এ সময় কোনো বেসামরিক মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।’ তবে ঠিক কোন স্থানে ওই অভিযান চালানো হয়েছে, সেটি জানায়নি সেন্ট্রাল কমান্ড।

সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, ওই আইএস সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গ্রেনেড ও আত্মঘাতী বিস্ফোরকে সজ্জিত ছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, যৌথ অভিযানে সাতজন মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। আহত সেনাদের বিষয়ে রয়টার্স মন্তব্য জানতে চাইলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এর আগে চলতি মাসের শুরুর দিকে ইরাকে একটি সামরিক ঘাঁটিতে হামলায় অন্তত পাঁচ মার্কিন কর্মী আহত হন।

AHA/FI
আরও পড়ুন