ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী শি

চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই সম্পর্ক রাখার বিষয়ে চীনানীতি অপরিবর্তিত রয়েছে। 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ এএম

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে শনিবার এমন কথা জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দ্বিপক্ষীয় বৈঠকে সাইবার অপরাধ, বাণিজ্য, তাইওয়ান ও রাশিয়ার মতবিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে।

পেরুর রাজধানী লিমার যে হোটেলে শি অবস্থান করছিলেন, সেখানেই এ বৈঠকটি হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলন উপলক্ষে বর্তমানে বাইডেন ও শি লিমায় রয়েছেন। সম্মেলনের ফাঁকে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়ে।

শি বাইডেনকে বলেছেন, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই সম্পর্ক রাখার বিষয়ে চীনানীতি অপরিবর্তিত রয়েছে। জবাবে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে সহযোগিতা বাড়াতে ও পার্থক্য সামলে চলার বিষয়ে কাজ করতে প্রস্তুত।

ট্রাম্পের দায়িত্ব নেওয়ার দু’মাস আগে বাইডেন-শি’র মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হল। ট্রাম্প এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, চীনা পণ্য আমদানির ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপ করবে তার প্রশাসন। এটি তার ‘সবার আগে আমেরিকা’ বাণিজ্য ব্যবস্থার অংশ। চীন অবশ্য এসব পদক্ষেপের বিরোধিতা করছে।

আরও পড়ুন