ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লস অ্যাঞ্জেলেসের দাবানল আবারও ছড়িয়ে পড়ার শঙ্কা

স্থানীয় দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বলতে থাকা আগুন অর্ধেকও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম

এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। এরমধ্যেই, তীব্র বাতাসে উত্তপ্ত কয়লা থেকে আবারও আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা করছেন দমকল কর্মীরা। খবর রয়টার্স।

স্থানীয় দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বলতে থাকা আগুন অর্ধেকও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তবে বাইরে থেকে দমকল কর্মীরা আসায় কাজে গতি এসেছে বলে জানায় তারা। 


 
এদিকে, নিজ বাড়িঘরের বর্তমান চিত্র দেখতে আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে চান দাবানলে ক্ষতিগ্রস্ত লাখো বাসিন্দা। ভয়াবহ দাবানলে লাখো মানুষ নিজ ঘরবাড়ি ছেড়ে এক কাপড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হন। এখন তারা নিজ নিজ এলাকায় ফিরতে চান। দেখতে চান তাদের বাড়িঘরের বর্তমান চিত্র।  

দাবানল কবলিত ও আশপাশের এলাকায় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তাজনিত কারণে দাবানল দুর্গত এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় এখনই ফেরা সম্ভব হবে না বাসিন্দাদের। ফেরার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী নির্দেশনা পর্যন্ত। 

ভয়াবহ দাবানল তছনছ করে দিয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসকে। অগ্নিপ্রতিরোধক উপাদান ফস-চেক গুঁড়ায় ছেয়ে গেছে শহরের ঘরবাড়ি ও সড়ক। পোড়া গন্ধ, ভস্মীভূত ছাই ও রাসায়নিক গুঁড়া সব মিলিয়ে অঞ্চলটির বাতাস এখন চরম অস্বাস্থ্যকর। 
 
লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের প্রধান ম্যারোনি বলেন, দাবানলে ক্ষতিগ্রস্তদের বাড়িঘরের বর্তমান অবস্থা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে অনলাইনে। যতক্ষণ সর্বোচ্চ সতর্কাবস্থা বহাল থাকবে, ততক্ষণ পর্যন্ত বাড়ি ফেরার সুযোগ নেই।

 

 

Fj
আরও পড়ুন