ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইউএসএইডের দুই হাজার কর্মী ছাঁটাই, বাকিদের বাধ্যতামূলক ছুটি 

শুধু জরুরি দায়িত্বে থাকা কর্মী, নেতৃত্ব ও বিশেষ প্রকল্পের সাথে যুক্তরা কাজ চালিয়ে যাবেন। বাকি সকলকে ছুটিতে যেতে হবে।

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ এএম

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) রোববার ২ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে এবং বাকি স্থায়ী কর্মীদের বেশিরভাগকেই কার্যনির্বাহী ছুটিতে (বাধ্যতামূলক ছুটি) পাঠানো হবে। সংস্থার কর্মীদের পাঠানো একটি ইমেইলে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ৪২ মিনিটে কর্মীদের ইমেইল পাঠানো হয়। ছুটির নির্দেশ রাত ১১টা ৫৯ মিনিটে কার্যকর হবে বলে ইমেইল বার্তায় জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, শুধু জরুরি দায়িত্বে থাকা কর্মী, নেতৃত্ব ও বিশেষ প্রকল্পের সাথে যুক্তরা কাজ চালিয়ে যাবেন। বাকি সবাইকে ছুটিতে যেতে হবে।

ইউএসএইডের কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (এএফএসএ) এই সিদ্ধান্তকে ‘অবিবেচনাপূর্ণ ও মানবেতর’ বলে অভিহিত করেছে। 

এএফএসএ-র প্রেসিডেন্ট টম ইয়াজদগার্দি বলেছেন, কর্মীদের জীবনযাত্রায় এই সিদ্ধান্তের প্রভাব ভয়ানক।

গত শুক্রবার এক ফেডারেল আদালত ইউএসএইডের কর্মীদের ছুটিতে পাঠানোর বিরুদ্ধে দেয়া সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেন। এরপর থেকেই ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে সংস্থাটিতে ব্যাপক ছাঁটাই চলছে। এএফএসএ আদালতে এই ছাঁটাইয়ের বিরুদ্ধে মামলা করেছিল।

ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন ইউএসএইডের মানবিক সহায়তা ব্যুরোর কর্মীরা, যারা বিশ্বজুড়ে দুর্যোগ মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়া দেখান। তাদের ছাঁটাইয়ে এই কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

AHA
আরও পড়ুন