ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাচ্ছে উ. কোরিয়া

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৯:১১ পিএম

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে উত্তর কোরিয়া গত বছর ১০ হাজারের বেশি সেনা পাঠায়। এবার এ সংখ্যা তিনগুণ করতে যাচ্ছে দেশটি। তারা নতুন করে রাশিয়ায় আরও ২৫ থেকে ৩০ হাজারের মতো সৈন্য পাঠাবে। এমন তথ্যই জানতে পেরেছেন ইউক্রেনের গোয়েন্দারা।

গোয়েন্দারা মনে করছেন, আগামী কয়েক মাসের মধ্যে এসব সেনা রাশিয়ায় পৌঁছাতে পারে। ২০২৪ সালের নভেম্বরে ১১ হাজার উত্তর কোরীয় সেনা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়। তারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করে। এর প্রেক্ষিতে ইউক্রেন তাদের বেশিরভাগ সেনাকে কুরস্ক থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এছাড়া অনেক সেনা মারাও যান।

পশ্চিমাদের তথ্য মতে, কুরস্কে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার ৪ হাজার সেনা আহত বা নিহত হয়েছেন। তবে রাশিয়ায় সেনা পাঠানোর বিষয়টি নিয়ে পিয়ংইয়ং এবং বেইজিং উভয়ই নিরবতা বজায় রেখেছে।

সংবাদমাধ্যম সিএনএনের কাছে নতুন গোয়েন্দা তথ্য শেয়ার করেছে ইউক্রেন। এতে উল্লেখ করে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে সেগুলো অক্ষুন্ন রাখা এবং বড় ধরনের অভিযানে অংশ নেবে উত্তর কোরিয়ার সেনারা। আর তাদের অস্ত্রেসস্ত্রে সজ্জিত করার সক্ষমতা রাশিয়ার রয়েছে।

সূত্র: সিএনএন

Raj/AHA
আরও পড়ুন