ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইকুয়েডরের কারাগারে দাঙ্গা, নিহত ৩১

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি কারাগারে ভয়াবহ দাঙ্গার ঘটনায় অন্তত ৩১ জন বন্দি নিহত হয়েছেন। রোববার (৯ নভেম্বর) দিনভর চলা এই সহিংসতার খবর সোমবার (১০ নভেম্বর) জানিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ এসএনএআই (SNAI), আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স-এর বরাত দিয়ে।

কারা সংস্থার এক বিবৃতিতে জানানো হয়, গুয়াকিল শহরের দক্ষিণে মাচালা বন্দরে অবস্থিত কারাগারে সংঘটিত দাঙ্গায় ২৭ জন বন্দি শ্বাসরোধে ও ফাঁসিতে ঝুলে মারা যান। এছাড়া একই কারাগারে আলাদা ঘটনায় আরও চারজন বন্দি নিহত হন।

বিবৃতিতে বলা হয়েছে, নতুন সর্বোচ্চ নিরাপত্তা সুবিধার আওতায় বন্দিদের স্থানান্তর নিয়ে এই দাঙ্গা শুরু হয়। বন্দিদের নতুন স্থানে স্থানান্তর করার সিদ্ধান্তের বিরোধিতা করায় একপর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, কারাগারের দেয়ালের ভেতর থেকে গুলি, বিস্ফোরণ ও সাহায্যের জন্য চিৎকার শোনা যাচ্ছিল।

দাঙ্গার পর পুলিশ ও সেনাবাহিনী কারাগারের নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

সাম্প্রতিক বছরগুলোতে ইকুয়েডরের বিভিন্ন কারাগারে একের পর এক ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটছে। সেপ্টেম্বর মাসে একই কারাগারে দলবদ্ধ সংঘর্ষে ১৪ জন নিহত ও ১৪ জন আহত হয়েছিলেন। কয়েকদিন পর, কলম্বিয়া সীমান্তের কাছে এসমেরালডাস শহরের আরেকটি কারাগারে দাঙ্গায় আরও ১৭ জন বন্দি প্রাণ হারান।

প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার প্রশাসন জানিয়েছে, দেশের কারাগারগুলোতে চলমান সহিংসতার জন্য প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রগুলোর আধিপত্য বিস্তারের লড়াই দায়ী। সরকার ‘অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে বলে জানানো হয়েছে।

এই ঘটনায় দেশটিতে কারাগার সংস্কার এবং নিরাপত্তা জোরদারের দাবিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

DR/FJ
আরও পড়ুন