মস্কোর দক্ষিণ-পশ্চিমে কালুগা অঞ্চলে একটি এমআই-২৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) এই হেলিকপ্টার দুর্ঘটনায় সব ক্ররু নিহত হয়েছে।
বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। মস্কোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কালুগা অঞ্চলে আজ বৃহস্পতিবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানান, 'কালুগা অঞ্চলে একটি এমআই-২৮ বিধ্বস্ত হয়েছে।
পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ইন্টারফ্যাক্স সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা জানিয়েছে। এই দুর্ঘটনায় কতজন ক্ররু ছিলেন, তা এখনও জানায়নি মন্ত্রণালয়।
বিধ্বস্ত হেলিকপ্টারটি সোভিয়েত আমলে নির্মিত। ১৯৮২ সালে এই মডেলের হেলিকপ্টার প্রথমবারের মতো আকাশে ওড়ে।
