ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এই প্রথম রাশিয়ার কাজানে ড্রোন হামলা করেছে ইউক্রেন

এক বিবৃতিতে বলা হয়েছে, এর মধ্যে ছয়টি ড্রোন আবাসিক ভবনে আঘাত হানে। একটি শিল্প স্থাপনায় আঘাত হানে একটি এবং আরেকটি নদীর ওপরে গুলি করে ধ্বংস করা হয়।

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ এএম

সীমান্ত থেকে এক হাজার কিলোমিটার দূরে রাশিয়ার একটি শহরে বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (২১ ডিসেম্বর) সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে হামলা চালানো হয়।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার কথা স্বীকার করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) পূর্বে অবস্থিত শহর কাজানে স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ৪০ মিনিট থেকে ৯টা ২০ মিনিটের মধ্যে তিন দফায় ড্রোন হামলা হয়েছে। হামলায় আটটি ড্রোন ব্যবহার করা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, এর মধ্যে ছয়টি ড্রোন আবাসিক ভবনে আঘাত হানে। একটি শিল্প স্থাপনায় আঘাত হানে এবং আরেকটিকে নদীর ওপরে গুলি করে ধ্বংস করা হয়।

তবে এ হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেন তার নিরাপত্তা নীতি মেনে হামলার কথা স্বীকার করেনি। হামলার পর কাজান বিমানবন্দরে বিমানের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। যা রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়েতসিয়া এক টেলিগ্রাম বার্তায় নিশ্চিত করেছে।
 

MB/AHA
আরও পড়ুন