রুশ হামলায় ইউক্রেনে নিহত ১৮

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:০২ এএম

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৯ শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। চলতি বছরের মধ্যে ইউক্রেনে এটিই রাশিয়ার সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। 

শুক্রবার (৪ এপ্রিল) রাশিয়া এ হামলা চালায় বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে।

নিপ্রোপেত্রভক্সের গভর্নর সেরহি লিসাক বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, শুক্রবারের হামলায় সেখানকার আবাসিক এলাকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অগ্নিকান্ডও ঘটেছে। জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে। ইতোমধ্যে ৩০ জনেরও বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ মাসের শিশুও রয়েছে।

ইউক্রেনের মানবাধিকার কমিশনার দিমিত্রো লুবিনেটস জানান, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ বাহিনী। এই ধরনের অস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় নেয়। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এগুলো ধ্বংস করা কঠিন।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা শহরের মধ্যে ইউক্রেনীয় সেনা ও বিদেশি প্রশিক্ষকদের একটি সমাবেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলায় শত্রুপক্ষের ৮৫ জন সেনা ও বিদেশি কর্মকর্তা এবং ২০টি যানবাহন ধ্বংস হয়েছে।  সূত্র: আল জাজিরা

SN/KK