ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দুটি আসনেই এগিয়ে রাহুল গান্ধী

আপডেট : ০৪ জুন ২০২৪, ১২:৫৮ পিএম

ভারতের লোকসভা নির্বাচনে ভোটের ফলাফলে এগিয়ে রয়েছেন কংগ্রেসের সাবেক সভাপতি ও দলের শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী। এবারের নির্বাচনে তিনি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দুটি আসনেই এগিয়ে আছেন তিনি।

টাইমস নাওয়ের প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরালার ওয়ানাড ও তার পরিবারের দুর্গ উত্তর প্রদেশের রায়বেরেলিতে এগিয়ে রয়েছেন।

ওয়ানাডে তিনি ১০৩ ভোটে এগিয়ে আছেন। কেরালার বিজেপি পার্টি প্রধান ও লোকসভা প্রার্থীকে সুরেন্দ্ররের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল। এখানে সিপিআইয়ের প্রার্থী অ্যানি রাজা। এদিকে রায়বেরেলিতে পোস্টাল ব্যালট গণনাতে তার বিজেপি প্রতিদ্বন্দ্বী দীনেশ প্রতাপ সিংয়ের চেয়ে এগিয়ে রয়েছেন। এ আসনে বহুজন সমাজ পার্টির ঠাকুর প্রসাদ যাদবও প্রতিদ্বন্দ্বিতা করছেন। সূত্র: ইন্ডিয়া টুড

MB/FI
আরও পড়ুন