ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দুই দলের ট্রাম কার্ড এখন নীতিশ কুমার

আপডেট : ০৫ জুন ২০২৪, ১০:০৩ এএম

ভারতের লোকসভা নির্বাচনে বিহারের ফলাফল বলে দেয় ভারতের ত্রিমুখী রাজনীতিতে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কতটা গুরুত্বপূর্ণ।

মহাজোট (জিএ) থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) পর্যন্ত গত পাঁচ বছরে তার অবস্থান পরিবর্তন হওয়া সত্ত্বেও, নীতিশ কুমার বিহারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। পুরো পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্লেষকরা মনে করছেন, বিজেপি এবং কংগ্রেস দুই দলই এখন তাকিয়ে আছে নীতিশ কুমারের দিকে। কারণ ট্রাম কার্ডটা এখন তার হাতে। 

ভোটের ফলে দেখা গেছে, নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) বিহারের ১২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিজেপি এককভাবে ২৭২ আসনের গণ্ডি পার হতে পারছে না। তাতে ইন্ডিয়া জোট তার প্রতি যতটা আগ্রহী, বিজেপিও ততটাই আগ্রহী হয়ে উঠেছে তাকে ধরে রাখতে। বিজেপি, কংগ্রেস ও এনসিপি (শারদ পাওয়ার) নেতা শারদ পাওয়ারও তার সঙ্গে যোগাযোগ রাখছেন বলে শোনা যাচ্ছে।

বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নীতিশ কুমারের দিকে যেভাবে তাকিয়ে থাকতে শুরু করেছে, তাতে মনে করা হচ্ছে নীতিশ কুমার তার রাজনৈতিক কার্ড কতটা ভালো খেলেন।

HK/AST
আরও পড়ুন