ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারী বৃষ্টিতে ধস, হিমাচল প্রদেশে বন্ধ ১১৪টি সড়ক

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১০:০৯ এএম

মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত হিমালয় অঞ্চলের রাজ্য হিমাচল প্রদেশে। রাজ্যের বিভিন্ন জায়গায় নেমেছে ধসের কারণে বন্ধ প্রায় ১১৪টি সড়ক। 

রাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেখানে ভারী বৃষ্টি এখনো চলমান রয়েছে। ভারী বৃষ্টির জন্য আগামী বুধবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

হিমাচলের আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা বিভাগ জানিয়েছে, প্রদেশের মান্ডিতে ৩৬টি, কুলুতে ৩৪টি, শিমলায় ২৭টি, লাহৌল এবং স্পিতিতে আটটি, কাংড়ায় সাতটি, কিন্নর জেলায় দু’টি সড়ক বন্ধ রয়েছে। ড্রোনের সাহায্যে দুর্গতদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৮২টি পথে বাস পরিষেবা বন্ধ করেছে রাজ্য সড়ক পরিবহন দপ্তর। ২৭ জুন থেকে ১ আগস্ট পর্যন্ত রাজ্যে বৃষ্টির কারণে দুর্ঘটনা হয়ে প্রাণ গেছে ৭৭ জনের। ৬৫৫ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। ৩১ জুলাই রাতে বানের পানিতে কুলুর নির্মান্দ, মালানা, মান্ডির পাধার, শিমলার রামপুরে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। তারপর থেকে নিখোঁজ প্রায় ৪৫ জন। তাদের খোঁজে নেমেছে সেনা, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিআইএসএফ, আইটিবিপি।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আগামী ৩ মাস সংসার চালানোর জন্য গ্যাস, খাবার, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য প্রতি মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি।

গত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত হিমাচল প্রদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যোগিন্দরনগরে। সেখানে ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গোহারে ওই সময়ে বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। ধর্মশালায় ৫৬.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

AHA/FI
আরও পড়ুন