ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। ৪ বছর আগে ভবনটি নির্মিত কার হয়েছিলো। রোববার (৮ সেপ্টেম্বর) এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের পরিবহন নগর এলাকায় তিনতলা ভবনটি ধসে পড়ে। প্রথম পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়, পরে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি মৃতদেহ বের করে।
জেলা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে নেই এখন এটিই নিশ্চিত করার চেষ্টা করছেন তারা।
মরদেহ উদ্ধারকৃতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রাজ কিশোর (২৭), রুদ্র যাদব (২৪) এবং জগরূপ সিং (৩৫)। ত্রাণ কমিশনার জি এস নবীন এ তথ্য নিশ্চিত করেছেন।
