ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী হামলায় ৭ সেনা নিহত

হামলায় আরও অন্তত ১৮ সৈন্য আহত হয়েছেন; যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘বেলুচ লিবারেশন আর্মি’। 

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১২:০৩ পিএম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অস্থিতিশীল প্রদেশ বেলুচিস্তানে আধা-সামরিক বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। এতে আধা-সামরিক বাহিনীর অন্তত ৭ সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবারের (১৬ নভেম্বর) এই হামলার ঘটনা ঘটে। এতে আরও ১৮ সেনা আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘বেলুচ লিবারেশন আর্মি’। 

বেলুচিস্তানের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কালাত জেলায় স্থানীয় সময় ভোরের দিকে হামলা চালায় অস্ত্রধারীরা। ভারি অস্ত্র থেকে গুলির পাশপাশি গ্রেনেডও ছোঁড়া হয়। এতে ৭ আধা-সামরিক বাহিনীর সদস্য নিহত হন। হামলায় আরও অন্তত ১৮ সৈন্য আহত হয়েছেন; যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

হামলার পর  নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া এলাকাজুড়ে চালানো হয় তল্লাশী অভিযান। 

অন্যদিকে, হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

AHA
আরও পড়ুন