ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উত্তর প্রদেশে মসজিদ ঘিরে সংঘাতে নিহত ৪

কিন্তু হিন্দুত্ববাদীদের দাবি, এটি হিন্দু মন্দির ভেঙে নির্মাণ করা মসজিদ। এ নিয়ে আইনি লড়াইও চলছে।

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০২:১৭ পিএম

ভারতের উত্তর প্রদেশে মুঘল আমলের একটি মসজিদে সমীক্ষা চালানোর সময় সরকারি কর্মকর্তাদের বাধা দেয়ার জেরে রক্তক্ষয়ী সংঘাতে চারজন নিহত হয়েছেন।  গ্রেপ্তার করা হয়েছে ২১ জনকে। খবর এনডিটিভি’র।

রোববার (২৪ নভেম্বর) উত্তর প্রদেশের সাম্ভাল এলাকায় ওই সংঘাত হয়। সহিংসতা এড়াতে ওই এলাকার ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বন্ধ করে দেয়া হয়েছে স্কুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি একটি পিটিশনের ভিত্তিতে আদালত শাহি জামা মসজিদে সমীক্ষা চালানোর নির্দেশ দেয়। মুঘল সম্রাট বাবর এ মসজিদ নির্মাণ করেন।

কিন্তু হিন্দুত্ববাদীদের দাবি, এটি হিন্দু মন্দির ভেঙে নির্মাণ করা মসজিদ। এ নিয়ে আইনি লড়াইও চলছে।

রোববার সংঘাতের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও লাঠিপেটা করে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে দুই নারীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজ্য সরকার ঘটনাটি খতিয়ে দেখতে তদন্তও শুরু করেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

আরও পড়ুন