ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেবের ‘নির্বাচনে দাঁড়ানোর শর্ত’ পূরণ করলেন মমতা ব্যানার্জি

‘ঘাটালের বন্যা নিয়ন্ত্রণ খুব জরুরি ছিল। অনেক রকম প্ল্যান তৈরি হয়েছে, কিন্তু কিছু কাজ হয়নি। তবে দিদি বলেছিলেন, কাজটা রাজ্য সরকার করবে। আজ অর্থ বরাদ্দ ঘোষণা হল। খুব ভাল লাগছে।’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০২ পিএম

কথা রাখলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের লোকসভা নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি মেনে ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এ বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ করা হল তার সরকারের বাজেটে। তৃণমূল সাংসদ দীপক অধিকারী, ওরফে টালিউডের তারকা দেবের নির্বাচনে দাঁড়ানোর শর্ত পূরণে এই অর্থ বরাদ্দ মমতার। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইন’র।

পত্রিকাটি শীর্ষ সংবাদে জানাচ্ছে, ওই প্রকল্প রূপায়ণে এ বারের বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। পাশাপাশি, ভাঙন রুখতে ‘নদী বন্ধন প্রকল্প’-এ ২০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দের কথা ঘোষণার পরেই উচ্ছ্বাস প্রকাশ করেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী, দেব। তিনি বলেন, ‘খুব আনন্দ হচ্ছে। স্বপ্নপূরণ হল বলে মনে হচ্ছে। আমি সেই ২০১৪ সাল থেকে এর জন্য লড়াই করে আসছি। ঘাটালের বন্যা নিয়ন্ত্রণ খুব জরুরি ছিল। অনেক রকম প্ল্যান তৈরি হয়েছে, কিন্তু কিছু কাজ হয়নি। তবে দিদি বলেছিলেন, কাজটা রাজ্য সরকার করবে। আজ অর্থ বরাদ্দ ঘোষণা হল। খুব ভাল লাগছে।’

তৃণমূল সূত্র উল্লেখ করে আনন্দবাজারের খবরে বলা হয়, গত লোকসভা ভোটে প্রার্থী হতে ‘নারাজ’ ছিলেন দেব। নিজেই প্রকাশ্যে সে কথা বলেছিলেন। দলীয় অন্তর্দ্বন্দ্বের জেরে অসন্তুষ্ট হয়েই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু তৃণমূলের সর্বময় নেত্রী মমতা এবং দলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই মত বদলান মমতা ব্যানার্জি।

আরও পড়ুন