ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে আন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) দেশটির পশ্চিমাঞ্চলে একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ হলে হতাহতের এই ঘটনা ঘটে।
গুজরাট রাজ্যের দিসা শহরে কারখানা কমপ্লেক্সে বিষ্ফোরণে পাথর ও ধাতব পদার্থের টুকরো উড়ে যায়।
কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ভারতের আহমেদাবাদ থেকে এএফপি এ খবর জানিয়েছে।
সরকারি মুখপাত্র ঋষিকেশ প্যাটেল সাংবাদিকদের বলেন, ‘কারখানায় প্রচণ্ড একবিস্ফোরণে কংক্রিটের ছাদ ধসে পড়ে, ১৮ জনের মৃত্যু ও আরো পাঁচজন আহত হন।’
তিনি আরও জানান, কারখানাটি লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
এর আগে গত বছর মধ্যপ্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০১৯ সালে পাঞ্জাবে একই ধরনের বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন এবং উত্তর প্রদেশে অপর ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন।
