ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাকিস্তানে হামলা: যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

আপডেট : ০৭ মে ২০২৫, ০২:২২ পিএম

পাকিস্তানের আজাদ কাশ্মীরসহ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানে হামলা চালানোর পর এবার  মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।

এছাড়া দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো রাজনীতি করা হবে না বলেও জানিয়েছেন মমতা ব্যানার্জী। কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে তৃণমূল কংগ্রেস।

এই হামলার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জয় উল্লাস করতে দেখা যায়। যদিও গত ৬ মে ভারতের কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মগ ড্রিল করা হবে। বুধবার (৭ মে) সকাল থেকে এখনো পর্যন্ত কোথাও মগ ড্রিল করতে দেখা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের হামলায় পাকিস্তানে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। 

এর আগে, পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, ভারত ছয়টি স্থানের ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

ভারত সরকার দাবি করেছে যে, তারা নয়টি স্থানে হামলা চালিয়েছে এবং কোনো ক্ষেত্রেই পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এ সময় ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।

AA
আরও পড়ুন